কাব্য কণা (৪১-৪২)
- কাজী ফাতেমা ছবি
৫৯। লিখে দিয়ো গোপনে নামহীন তুমি কিছু জ্বালাময় শব্দ,
তোমার অব্যক্ত ঘৃণার শব্দ ছড়ানোর ব্যবস্থা করলুম,
সারারাহ ডট কমের ঠিকানা কি তুমি চাও? হাহাহা!
৬০। শহর আমার ডুবে যাচ্ছে,
চারিদিকে থৈ থৈ জল-
জলের ঢেউ কেটে রিক্সা আর যন্ত্রযানগুলো ছুটে চলেছে নিরন্তর;
মেঘের গর্জন-তুমুল বৃষ্টিতে থেমে নেই পথ চলা -
তুমিও কি কোথাও ব্যস্ত আছো রাস্তায়-
গন্তব্যে পৌঁছার আশ্বাসে প্রহর গুনছো?
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৭
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।