=চাঁদালোর ঘোর=
- কাজী ফাতেমা ছবি

তাকিয়ো না আসমানে আজ, পুড়ে যাবে চোখ
মায়াবী আলোয় ইচ্ছে কেবল পথে পথে হাঁটি
ইট সুড়কির পথ, চলতেই যেনো বুক ধুকপুক,
এখানে নেই শিশির ভেজা দূর্বাঘাসের মাটি।
যদি সঙ্গে থাকো তুমি,ভয় কাটিয়ে নামবো পথে
নিঝুম হউক রাত্রি, ঘুমাক নিস্তব্দ শহর
সুখের দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ব আলোর রথে,
নিয়ন আলোর উপরে জ্বলুক রূপার আলোর লহর।
আচ্ছা এমন ইচ্ছে কী পারি না পুষতে মনে
গ্রীড বিপর্যয় ঘটুক শহরজুড়ে আজ
আমরা কেঁপে উঠবো মুহুর্মূহু সুখালোর শিহরণে,
ভাবনায় আনো নিমেষে চাঁদালোর মুহুর্ত, শুনছো রাজ!
পিচ রাস্তার পথ ধরে,ঘুরে বেড়াবো শহরময়
আহা ঘাসে লতা পাতায় কেবল চাঁদালোর ছোঁয়া
উড়ে যাবে মন হতে ক্লান্তি ভ্রান্তি,ক্ষণ হবে আমাদের মোহময়...
যাক না একটি রাত,মুগ্ধতার তরে খোঁয়া।
রাত যখন পাবে পূর্বাশার আলো,খুব হবে ভোর
আসব ফিরে হেঁটে হেঁটে গল্পের হাত ধরে নীড়ে
থাকবে লেগে চোখে স্মৃতির ঘোর,
কেটে যাবে আঁধার দিনের আলোয় ধীরে।
November 3, 2018


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।