=আকাশ দেখা হয় না সহসা=
- কাজী ফাতেমা ছবি
কাক ডাকা ভোর কখন যেনো এসে চলে যায়
পূর্বাশার আলো আর চোখে পড়ে না,
আকাশের সোনালী আলো আসে না জানলায়,
ইটের দেয়ালে বন্দি মানুষ;
আকাশ দেখা সহসা হয়ে উঠে না!
ব্যস্ততার কাঁধে বসে যখনই হন্তদন্ত ছুটে আসি অফিস পাড়ায়
আকাশ ব্যস্ত তখন সূর্যকে টেনে উপরে উঠানোয়!
উফ্ জ্বালা ধরা রোদ্দুর ঠেলে হাঁটি ইট সুড়কির পথ ধরে;
আকাশকে ভুলে গিয়ে খুঁজি কেবল গন্তব্য!
হয় না আর আকাশ দেখা,আবারো ব্যস্ততার বেড়াজালে বন্দি
আকাশ সূর্যকে ভালোবেসে বিদায় জানায় গোধূলিক্ষণে,
হুড়মুড় করে ছুটে যাই নীড়ে ফেরার পথে,
ঠিক তখনি আমি আকাশ দেখি,
ক্লান্তিগুলো কখন উড়ে যায়,কে রাখে আর তার খোঁজ!
বড্ড ভালো লাগায় সময় ভরে যায় আমার
দৃষ্টি রাখি বাহিরের দুনিয়ায়,যন্ত্র দানব ছুটছে
ছুটছে মানুষ,তড়িঘড়ি করে সূর্যটাও ছুটছে
অন্য দেশের নিমন্ত্রনে,অন্য দেশে আলো ছড়াবে বলে।
আর আমরা বিনিময়ে পাই সন্ধ্যা, তারপর
জোছনা ঝরা মোহনীয় রাত,রাতের বুকে শুয়ে
বেঘোর ঘুমে স্বপ্ন দেখি সুখের,শান্তির,
এইতো জীবন,রঙ বদলানো-যেনো আকাশের মত।
(স্যামসাং এস নাইন প্লাস)
November 7, 2018
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।