=পিটুনিয়ার প্রেমে=
- কাজী ফাতেমা ছবি
পিটুনিয়া ফুলের রঙে, মন মেতেছে আজ যে
ফুলগুলো সব ধরে আছে, ম্যাজেন্ডা রঙ সাজ যে,
কলমি ফুলের মতই ওরা, পাপড়ির গড়ন গাড়ন
জলের ছোঁয়া পেয়ে, গাঢ়-রঙ করেছে ধারন!
ফুল বাগানে পিটুনিয়া, দুলছে হাওয়ার তালে
ম্যাজেন্ডা রঙ শাড়ি পড়ে, ঝুলে আছে ডালে।
কি-যে ভালো দেখতে ওদের, মন ছুঁয়ে যায় সুখে
হাত বাড়িয়ে ছুঁলে ওদের, সুখের কাঁপন বুকে।
লাল ফড়িং'টা ফুলের পাশে, উড়ছে ডানা মেলে
মুগ্ধতার রেশ মাখি মনে, কাজকর্ম সব ফেলে।
ফুলের উপর প্রজাপতি, যাচ্ছে দুদ্যোল দুলে
পিটুনিয়া উদোম গায়ে, নাচছে আঁচল খুলে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে, পিটুনিয়া হাসে
ফুলের নিচের সবুজ বরণ, ভরা দূর্বাঘাসে।
পিটুনিয়ার পাপড়িগুলো, নাজুক বড় নরম
ফুলকুঁড়িরা মুখ লুকিয়ে, পাচ্ছে বুঝি শরম।
কি-যে সুখের প্রহর আহা, পিটুনিয়ার পাশে
রূপ দেখে তার মত্ত হলাম, ছন্দ কাব্য চাষে।
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।