সেই প্রজাপতি প্রহর আমার
- কাজী ফাতেমা ছবি

এই যে আমি দৌঁড়াচ্ছি গো, মেয়েবেলা ছুঁয়ে ছুঁয়ে
কে রেখেছে এখান'টাতে, আমার অতীত রুয়ে
ভালো লাগায় যায় ভরে যায়, মন হয়ে যায় নদী
সুখের ঊর্মি পড়ে উপছে, আহা নিরবধি।
সেই কিশোরী আমি ছিলাম, আমার মেয়েবেলা
মেঘের সাথে করতাম নিত্য, উড়া ভাসার খেলা।
আমিও যে ওদের মতন, ঘুড়ি হতাম নীলে
ইচ্ছেগুলো দিতাম ছুঁড়ে, স্বচ্ছ জলের ঝিলে।
আমিও আহ্ ঠিক এখনি, সেই কিশোরী বেলা
এখনো যে উড়াই নীলে, সাদা মেঘের ভেলা।
রাখবে বেঁধে কে আর আমায়, উড়ছি ডানা মেলে
মনের মাঝে অতীতবেলা,সুখ পাখি'টা খেলে।
দুরন্ত সেই দিনগুলো সব, যায় হারিয়ে কোথায়
রাখবো বেঁধে বুকের বামে, সোনার স্মৃতি সুতায়।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।