=ফিরে যাই বারবার মেয়েবেলা=
- কাজী ফাতেমা ছবি
এই যে কিশোরী'রা তোমাদের দেখলেই আমি
ফিরে যাই আমার মেয়েবেলা
তোমাদের এমন উচ্ছ্বলতা আমাকে শান্তি দেয় মনে অথৈ,
বয়স ঝাঁপিয়ে পড়ুক আমার উপর তাতে কি,
শোনো মেয়েরা, আমি চির তরুণ
আমি উচ্ছ্বল এখনো,
তোমাদের পায়ের উপর ভর করে আমি হই উচ্ছ্বল কিশোরী
হাওয়ার সাথে বাঁধা তোমাদের পা
উড়ছো শূন্যে, খুশির ঝলক মুখশ্রীতে,
কার না ভালো লাগে এমন প্রহর।
সেই মেঠোপথ, সে এখনো আমার অপেক্ষায় সেজে থাকে
ঘাসফড়িং আর সারি সারি বুনোফুলে।
দূর্বাঘাসের গালিচায় পা রাখলেই আমি ফিরে যাই
আমার সেই সেই প্রজাপতি প্রহরে,
ডানা ছিলো না, তবু ডানা ছিলো
তোমাদের মত উড়ে বেড়িয়েছি পথের পর পথ
নগ্ন পায়ে শুষে নিয়েছি ভেজা মাটির নির্যাস,
ডানামেলা পাখি'রা তোমাদের এ প্রহরগুলো অতীত হবে
তোমরাও আমার মত স্মৃতি হাতড়ে বেড়াবে
আর আচানক হেসে উঠবে খিলখিলিয়ে
সুখের স্মৃতিগুলো রোমন্থণ করে।
১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।