আমার মুগ্ধতার দুপুর তোমায় দিলাম
- কাজী ফাতেমা ছবি

দুপুর রোদগুলো এভাবেই আঁচড়ে পড়ে রক্ত রঙ ফুল পাপড়িতে
পায়ে চলার পথ, ওদের দেখে থমকে দাঁড়াতেই হয়
মৌ মৌ ঘ্রাণ হাওয়ায় হাওয়ায় ভাসে, নাক টেকে নি:শ্বাস নিতেই
ক্লান্তিগুলো দূরে হয় উধাও, বলো না এমন শান্তি পাবে কোথাও?
বুনো লতা পাতা আর ঘাসের ফাঁকে ঝরে পড়া লাগলিঙ্গম
কি মুগ্ধ হাসিতে মাখামাখি ওদের ঠোঁট গতর
হেম মুকুট মাথায়, নত হয়ে যেনো কূর্ণিশ করছে সবুজের পায়ে।
মধ্যাকাশে দিবাকরের ক্রুর হাসি, আমার ছায়াটুকু খেয়ে নেয়
দুপুরের ঝাঁঝাঁ তাপ রোদ.....
অথচ চোখ জুড়ে বিষ্ময় আর মুগ্ধতা টেনে নেয় আমায় স্নিগ্ধ প্রহরে
ভালো লাগে আমার, ভালো লাগে সব কিছু
গলা ছেড়ে খুব গাইতে ইচ্ছে করে, সুর অনুরণ বেজে যায় মনের তারে।
আমার ভালো লাগার একেকটি দুপুর আমি তোমায় দিলাম,
না না উদাস হতে যেয়ো না, আমি উদাসের গায়ে মেখে দিলাম..
নাগলিঙ্গম ফুলের সৌরভ, ক্লান্তি ঝেঁকে ধরে যদি তোমায়
ঘ্রাণ নিয়ো কল্প হাওয়ায়, গুমট অসাড় ক্লান্তিগুলো কেটে যাবে
তুমি ফিরে পাবে এক টুকরো স্বস্তি।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।