=মুগ্ধতার প্রহরগুলো আমার=
- কাজী ফাতেমা ছবি

কত শত মুগ্ধতা এখানে পায়ের কাছে হুমড়ি খায়
কেউ পা মাড়িয়ে পথ চলে,
কেউ সন্তর্পণে হেঁটে দু'চোখে মুগ্ধতা কুঁড়ায়
ভেজা মাটির সোঁধা গন্ধ নাকে টেনে আমিও মুগ্ধতা সব
চোখ শাটারে ক্লিক করে জমাই আর
টানিয়ে রাখি মনের দেয়ালে!
ইট পাথরের শহর ছেড়ে গেলেই এক ঝাঁক শান্তির পায়রা
আমায় উড়িয়ে নিয়ে যায় স্বস্তির বুকে.....
ভালো লাগার সময়গুলো বড্ড অল্প
তবুও কম নয় যেনো-
ক্লান্তির প্রহরে চোখের কিনারে ভেসে উঠে ক্ষণে ক্ষণে
সেই সেই মুগ্ধতার প্রতিচ্ছবি।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৩-২০২৫ ০৩:৪০ মিঃ

চমৎকার লিখেছেন

কাজী ফাতেমা ছবি
২০-০৩-২০২৫ ১০:২৮ মিঃ

অনেক ধন্যবাদ মহি ভাইয়া
ভালো থাকুন