মন যায় আমার সুখে খোয়া
- কাজী ফাতেমা ছবি

গোলাপ জামের ফুলের পাপড়ি, ঝরে পরে ধূলায়
আলতো ছুঁয়ে দিলে আহা, মন যে সুখে ভুলায়।
ঘাসফুলের ঐ ফাঁকে ফাঁকে, ভরা ফুলে ফুলে
ইচ্ছে লাগে বুকের মাঝে, রাখি সব ফুল তুলে।
খানিকবাদে চুপসে যাবে, ফুলের পাপড়িগুলো
গায়ে তাদের আঁচরে পড়বে,ঝরা পাতা, ধূলো।
হাওয়ার তালে গোলাপজাম ফুল, থিরথিরিয়ে নড়ে
একটু খানি হাওয়া এলে, ফুল'রা পড়ে ঝরে ।
ঝরে পড়া ফুলের বুকে, পিপড়ে বানায় বাসা
ঠাঁয় তাকিয়ে দেখি গাছে, ফুলে ফুলে ঠাসা।
ফুলের পাশে গোলাপ জামও-ধরে আছে গাছে
টসটসে জাম মিষ্টি মধুর, খেতে মন'টা যাচে।
মিষ্টি ঘ্রাণের গোলাপ জামে, রসে ভরা-মধু
কঞ্চি হাতে ঠাঁয় দাঁড়িয়ে, তাকায় গাছে বধূ।
জাম পেড়ে খায় খোকাখুকু-ঠোঁটে তৃপ্তির ছোঁয়া
এই না দেখে সুখের তরে, মন যায় আমার খোঁয়া।


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।