=পোকা হবো এবার=
- কাজী ফাতেমা ছবি
নীড় বাঁধি গিয়ে ফুলের পাপড়িতে,
দুনিয়ার হাঙ্গামা- চাহিদার হাপিত্যেশ ভাল্লাগে না আর
কল্পপুরীর গল্প হয়ে যাক জীবন,
একটি প্রহর হোক তোমার আমার
এসো ভেবে নেই আমাদের পোকা জীবন
তুমি আমি পিলপিল হেঁটে বেড়াই এ-ফুল হতে ও -ফুলে!
পেটের ক্ষিদেগুলো মরে যাক,
আমরা ভ্রমর হবো মধু খেয়ে তৃষ্ণা মেটাবো।
লোকালয়ের আড়ালে কিছুটা ক্ষণ তুমি আমি
ঘ্রাণ নেই জীবনের, কোনো এক নির্জনে,
জীবন উপভোগের মাত্রা দেই এ'যাত্রা বাড়িয়ে, যদি থাকো রাজী!
সুতরাং-চোখ দুটো আলতো বন্ধ করো,
পোকা হয়ে যাও, রঙ বেরঙ বসন গায়ে ছোট্ট পোকা
ডানা দুটো শক্ত পোক্ত,
সাঁই সাঁই উড়ি চলো এ পাতায় ও পাতায়,
থিরথির কাঁপুক পাতারা তোমার আমার ভরে।
মুগ্ধতায় ছেয়ে যাক, তৃষ্ণার্থ চোখ তোমার
আমিও হবো মুগ্ধ, এক পলক দেখে নেবো
তারপর হেঁটে বেড়াবো স্বাধীনতায় তোমায় ছুঁয়ে ছুঁয়ে।
হাউকাউ যতই করি, কেউ শুনবে না, না বুঝবে কেউ
আহা পোকা জীবন,
অত:পর কোনো পথিকের হাঁটায় পিষ্ট হওয়ার আগেই
ফিরে আসবো ব্যস্ততার হাত ধরে,
বিতৃষ্ণা আর হাউকাউ ঘেরা ছোট্ট নীড়ে।
জীবন বড় সুন্দর এখানেও-ওখানেও
কেবল উপভোগ করার মন থাকতে হয়
দেখার জন্য থাকতে হয় দৃষ্টি
আর বুঝার জন্য নরম সরম একটা মন
কী বুঝলে কিছু-হাহাহাহাহা পাগল ভেবো না আবার।
১৯-০৬-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।