=মোহজাল=
- কাজী ফাতেমা ছবি
মোহজাল বিছানো পৃথিবী আমার
হাঁটতে গেলেই হোঁচট খাই
চোখ ধাঁধানো রঙের বুকে সেঁটে থাকতে ইচ্ছে দিবানিশি
চোখ তুলে তাকালেই দৃষ্টি বিভ্রম, পড়ে যাই ধাঁধাঁয়
রঙ রঙ আর রঙ, চারিদিকে বিছিয়ে আছে কত শত মোহ রঙ
ব্যস রঙের মোহে গলে গেলেই, রঙে চোখ আটকে গেলেই
খপ করে ধরে ফেলে মোহজাল আর
ভালোবেসে ফেলি রঙের ভুবন,
অতপর: মোহ মন মগজ চিবিয়ে খেয়ে,
শেষে ছুঁড়ে ফেলে বার্ধ্যক্যের নদীতে;
বাকী জীবন কেটে যায় অনুশোচনায়।
-
মাকড়শার মত জাল বিছানো মোহ, চলার পথে
তুমি সন্তর্পনে হেঁটে যাও নির্দ্বিধায়,
চোখ পথে রাখো সেঁটে, কেবল যে পথে হেঁটে যাবে
সে পথে কাঁটা ঝোঁপ ঝাড় এড়িয়ে হেঁটে যাও গন্তব্যে।
যদি বা অন্যমনা হয়ে কখনো হাঁটো পথ
তুমি দেখতে পাবে......কত মোহজাল ছড়িয়ে আছে পথে ঘাটে
পা ছাড়িয়ে নিয়ে কেবল হেঁটে যাও, তাকিয়ো না পিছু ফিরে
যদি একবার আটকা পড়ে যাও
ভেস্তে যাবে জীবনের লক্ষ্য
মোহ আগলে রেখে বুকে লক্ষ্য ভ্রষ্ট হবে তুমি
জীবনের রঙ অবশেষে হবে ধূসর, যা তুমি চাওনি কষ্মিনকালেও।
-
এই যে রঙ পৃথিবী, এই যে রঙ তামাশার জীবন
ক্ষণস্থায়ী জীবনের শেষে কেবল ধূয়াশা আবছা আলো
চোখ কি আর খুঁজে পাবে রঙ?
নাকি মন মোহজালে আটকা রয়ে যাবে শত সহস্র যুগ!
এতটুকুন মোহরঙ না হয় লেগে থাকুক মনে, চোখে
মোহে আটকে থাকতে চাই আরও কিছুটা কাল।
২৮-০৫-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।