=এইতো আমার দেশের ছবি=
- কাজী ফাতেমা ছবি
ইতো আমার দেশের ছবি,এই তো আমার ছায়া ঘেরা গ্রাম
সোঁধা মাটির ঘ্রাণ মাখানো বেলা,
মাছের সাথে পাল্লা দিয়ে স্রোতের সাথে বয়ে চলা ফুল পাখিদের মেলা
এই যে আমার দেশের ছবি,
যেথায় যায় বয়ে যায় মিষ্টি হাওয়া ছড়িয়ে আরাম।
যেথায় ফুলের গায়ে লেগে থাকে প্রজাপতির ডানা
দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেতের দূর্বাঘাস মোড়ানো আল
যেথায় লতা পাতায় শিশির মুক্তো,
টোল পড়া সেই কিশোরির লাজুক রক্তিম গাল
এই যে আমার দেশের ছবি,
যেথায় লম্বা পায়ে দাঁড়িয়ে থাকে কানা বগির ছানা।
এই তো আমার দেশের চিত্র, খাঁটি সোনা ধূলো মাটি
নদীর জলে ভেলা ভাসে, মাছের জালে হাসে রূপালী মাছ
যেথায় সারি সারি ঠাঁয় দাঁড়িয়ে সবুজ পাতার গাছ,
এই তো আমার দেশের ছবি,
যেথায় পায়ের তলায় সুখ বিছানো দূর্বাঘাসের শীতল পাটি।
এইতো আমার দেশের কথা, ছায়ায় ঘেরা বটবৃক্ষ আর বাঁশের বাঁশির সুর
যেথায় উড়ে হাওয়ায় হাওয়ায় পাখিদের সুর কলরব
হাসনাহেনা বকুল শিউলী জুঁই চামেলী সাদা কামিনী যেথায় ছড়ায় মোহিনী সৌরভ
এই যে আমার দেশে ছবি
যেথায় সোনার আলোয় হেসে উঠে নিত্যদিনের ভোর।
২৭-০৫-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।