মেঠোপথে আসবি হেঁটে?=
- কাজী ফাতেমা ছবি
মেঠোপথের দূর্বাঘাসে, পা রাখবি কী তুই
এখানটাতে রুয়া আছে শিউলী বেলী জুঁই,
আঁকাবাঁকা পথে পথে, হাঁটবি কী তুই পাশে
এখানটাতে শাপলা কুঁড়ি, জলের উপর হাসে।
ধানের ক্ষেতের আলে আলে, নগ্ন পাঁয়ে যাবি
এখানটাতে ভেজা মাটি, মনে শান্তি পাবি।
ছোট্ট বাড়ি কুঁড়েঘর যে, বসবি ধূলার উপর
মাথায় দিবি সবুজবরণ, গাছের পাতার টুপর।
গায়ের পাশে খোয়াই নদী, পা ডুবাবি জলে?
এখান'টাতে শালিক চড়ুই, উড়ে দলে দলে।
বালুচরে হাঁটবি নিরব, রাখবি পাশে আমায়
জলের ছাটে রঙছুপ আঁকবি, আমার সাদা জামায়?
চাপকলেরই এক পেয়ালা, জল খাবি কী বসে?
এখানটাতে কিচির মিচির, পাখিরা গাছ চষে।
দেখবি নাকি জলের আয়নায়, আকাশ রাজার ছবি
তোর জন্যি যে তুলে রাখি, স্নিগ্ধতার রঙ সবই।
ধানের শীষে ফড়িঙ দুলে, তাক রাখবি কী দৃষ্টি
ভিজবি কী তুই আমার সাথে, এলে তুমুল বৃষ্টি?
মেঠোপথে পায়ে হেঁটে, বাড়ি আসবি কী তুই
তোর অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে,থাকি আমি নিতুই।
২৫-০৬-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।