=মনে কি পড়ে?=
- কাজী ফাতেমা ছবি
এই তোদের মনে কি পড়ে, মেয়েবেলার দিনগুলো সেই
যে দিনগুলো হাতের মুঠোয় আরতো বেঁচে নেই,
খোয়াই নদী বর্ষার জলে ডুবে যখন যেতো
উথাল পাথাল নদী তখন যৌবনের মাত্রা পেতো,
একূল ওকূল দুইকূলে জল,
নদী উপছানো জল ছলচ্ছল.....
হঠাৎ জল ঝড়ের বেগে ভেঙ্গে দিতো পার
বন্যা বইতো সারা গায়ে, ডুবতো জমি ফসলি-ডুবতো বাঁশের ঝাঁড়।
মাঠে ঘাটে জলে ভরা, ক্ষেত খামারীও সব ডুবে
গায়ের লোক ফেলতো জাল মাছ ধরার লোভে!
মনে কি পড়ে দিনগুলো সেই
খুশি জোয়ার বইতো মনে, হারাতাম সুখে খেই?
কলাগাছের ভেলায় করে ভাসতাম জলের উপর
কেটে যেতো হই হুল্লোড়ে সকাল থেকে দুপুর।
মনে কি পড়ে সেই দিনগুলি-সোনার খাঁচায় রইলো না যা বন্দি
জলকেলীতে মগ্ন হতে আঁটতাম মনে কত শত ফন্দি?
সাদা জলের ঢেউয়ে যেনো উড়তো বকের সারী
সন্ধ্যা হলেই ভেলা ছেড়ে-ফিরে আসতাম বাড়ি!
কী তোদের মনে কি পড়ে দিনগুলো সেই
বন্যার জলে ভাসতাম মোরা-নাচতাম আনন্দে ধেই ধেই।
২১-০৫-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।