অগোছালো জীবন
- কাজী ফাতেমা ছবি
ঘ্রাণমাখা এক বিকেল হাওয়ায় চলো বসি গিয়ে
কোন এক ফুল বাগানের ঘাস ছুঁয়ে,
ফুরফুরে হয়ে উঠবে মন দেখে নিয়ো
আর ক্লান্তি'রা উড়ে যাবে দূর বহুদূর।
এবেলা বড্ড পেরেশানীতে কেটে যাচ্ছে ফুলেল ক্ষণগুলো
তুমি জানো, আমিও জানি ফিরে আসে না আর কিছু
এই ফুলের ঘ্রাণ, ফুলেল সময়, প্রজাপতি প্রহর
আর মনের উচ্ছ্বলতা,
ফেলে গিয়ে পেছনে সব, কেবল ভেবে নেই যাক চলে যাক এবেলা
ওবেলা না হয় হাতে তুলে নেবো খানিকটা সময় নিজের করে।
অথচ আজ যায়, কাল যায়, পরশুও যায়
ব্যস্ততার গায়ে সেঁটে থাকি তুমি আমি
আমাদের সময়গুলো অগোছালো পড়ে আছে
গোছানোর যে সময়, সে সময় হাত ফসকে ধূলোয় খাচ্ছে গড়াগড়ি
উঠানোর জন্য নুয়ে পড়লেই ক্লান্তি এসে ঝেঁপে ধরে
নেতিয়ে পড়া দেহ কেবল বিছানা খুঁজে।
মনের উঠোনে বারোমাস খরা, মরে গেছে সজীবতা
তুমি আমি কেবল বাধর্ক্যের দ্বারপ্রান্তে কবে যাবো সেই অপেক্ষায়।
কিন্তু ইচ্ছে করলেই সময়ের কাছে একটু সময়ের আরজি রাখতে পারতাম
কেবল এড়িয়ে যাওয়ার কুফলের ঘাড়ে বসে
তুমি আমি ব্যস্ত থেকে যাই একাজে ওকাজে
আমাদের আর ফুরফুরে মন নেই,
কেবল চিন্তা আর দীর্ঘশ্বাস নিয়ে বাঁচি।
তাই বলছি, বাদামের ঠোঙ্গা হাতে তুমি আমি
ফুলের সৌরভে মেতে থাকবো একটি বিকেল.....
যদি হতে রাজী অথবা মুখ ফসকে যদি হ্যাঁ বলে দিতে!
১৫-০৫-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।