=ভালোবাসি মাতৃভূমি=
- কাজী ফাতেমা ছবি
এখানে দিবাকর মুখ লুকায় গাছের আড়ালে
আর গাছ'রা দিবাকরের ভ্রুকুটি এড়িয়ে ছায়া দিয়ে যায় নিবিড়
কি-যে এক শান্তির ধারা বয়ে যায় আলতো হাওয়ার ঝাপটায়।
এখানে সবুজের হাতছানি দিগন্ত জুড়ে
প্রতিটি ভোরের বুক যেনো স্নিগ্ধতায় মাখামাখি
আলতো ছুঁয়ে দিলেই এক প্রশান্তি বয়ে যায় শিরদাঁড়ায়।
এখানে সবুজ'রা সাদা মেঘ ছুঁয়ে গেয়ে যায় শুদ্ধতার গান
চারিদিকে কড়কড়ে রোদ্দুর, তবুও এখানে সুশীতল হাওয়া
নদীর জলের ঢেউয়ে ঢেউয়ে কচুরীপানার দল,
যেনো এক শান্তির ভেলা,
উজান হতে ভাটিতে বয়ে যায় ছলাৎ ছলাৎ ছল।
এখানে নদীর জলে হাঁসেরা কাটে সাঁতার স্বাধীনতায়
জাল ফেলে মাছ ধরে গাঁয়ের লোকেরা, ঠোঁটে তাদের ভাটিয়ালী গান
সেই সুর ভাসে হাওয়ায় হাওয়ায়;
গানে আকূল প্রাণ কেবল গাছের ছায়ায় বসে কুঁড়াই স্বস্তির অক্সিজেন।
এখানে দূর্বাঘাসের পথে পথে বুনোফুলের হাঁট বসে নিত্য
প্রজাপতির ডানায় মাখা যেনো রঙধনুর সাত রঙ
আর ঘাস ফড়িংরা নেচে নেচে ধানের ডগায় ডগায় ঘুরে বেড়ায়
লাল পিপীলিকার দল গাছের ডালে ঝুলে সুখ বন্দনা গীত গায়,
সব সুখ প্রশান্তি মিলে মিশে একাকার আমার মাতৃভূমির কোল
মায়ের কোলে মাথা রেখে আমি গেয়ে যাই মুগ্ধতার গান
আর উর্ধ্বমুখী সুর তুলে আকাশকে বলে যাই,
মাতৃভূমি মাকে ভালোবাসার গল্প কবিতা।
০৩-০৬-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।