=এই যে পাখি আসছি=
- কাজী ফাতেমা ছবি
পাখি তুই ডেকে যাস নৈ:শব্দের এক অদ্ভুত সুরে
নি:সঙ্গতা তোকে রাখে ঘিরে-থেকে যাস একাকিত্বের ঘোরে!
বেছে নিয়েছিস যে জীবন, সেখানে মুগ্ধতা নেই-নেই উচ্ছ্বাস
কি জানি কি অদ্ভুতূড়ে জীবন তোর-যেনো বুকে করিস নিত্য ব্যথার চাষ!
ভারিতিরি মুখ-হাসি নেই ঠোঁটে-নিরিবিলি, এ কেমন হলো থাকা
দেখে নিয়েছিস তো-কেউ নেই পাশে-চারিদিক তোর ফাঁকা।
ডাকলে আর কাছে কে দেবে সারা?
তুই হবি একদিন সকল হারা!
চুপি চুপি দেখি, তোর চাপা যন্ত্রণা, চোখে একাকিত্বের ভীতি
এখনো শেষ হয়ে যায় নি সময়-ঠিক করে নিতে পারিস মন জ্যামিতি।
কাটাকুটি কেবল করে গেলি-বিঘার বিঘা জমি, ব্যাংক ব্যালেঞ্চ, বিত্ত
এসব আঁকড়ে ধরে তবে তুই কি খুব সুখি-শান্তিতে রয় দেহ চিত্ত?
পাখি বলে যাই তোকে ফের, টেনে দে দাড়ি অহমের পিছে
সুখ হারা পাখি তুই যন্ত্রণায় ছটপট করবি-জীবন হবে মিছে!
ডানা ঝাপটানো সে কষ্ট গোঙ্গানী, আর কত?
ভালবাসার কাছে এবার হতে পারিস নত!
পাশে এসে বসব, কল্প ডানায় দিয়ে উড়াল
আর মারিস নে বাপু তু্ই নিজের পায়ে কুড়াল!
২৯-০১-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।