=ভালোবাসার কাব্য=
- কাজী ফাতেমা ছবি

তুমি আমি ফড়িং হবো, পদ্ম পাতায় উড়ে বসবো
ডানা নেড়ে হাওয়ার তোড়ে, দু:খ সুখের অঙ্ক কষবো!
তুমি আমি ব্যাঙও হবো, পদ্ম পাতায় বসবো চুপে
একটুখানি দেখলে বিপদ, ঠিক লুকাবো বুনোঝুঁপে।
প্রজাপতি হতে পারি, পদ্মপাতায় যাবো দুলে
বিলি কেটে দেবে মাথায়, খোপা আমার দেবো খুলে।
তুমি আমি পাখি হবো, পদ্ম পাতায় বসবো উড়ে
বাঁধবে আমায় সুখের তরে, তুমি তোমার বাহুডোরে।
মশা হবো তুমি আমি, পদ্মপাতায় বসবো গিয়ে
রোদ্দুর খাবো আলো খাবো, বসবো পাতায় জল ডিঙ্গিয়ে।
মাছি হবো নীলচে চোখের, পদ্মপাতায় থাকবো ঝুলে
নাকি সুরে গাইবো যে গান, আহা সুখে বেভোল ভুলে।
তুমি আমি জোড়া শালিক, পাতায় বসলে পড়বে নুয়ে
রাখবো জলে ভালোবাসার, পদ্মফুলে স্বপ্ন রুয়ে!
তুমি আমি দুটি পদ্ম, থাকবো ফুটে জলের ছাদে
প্রজাপতি আর ফড়িঙ'রা বসবে উড়ে মোদের কাঁধে।
তুমি আমি রোদ্দুর হবো, বসবো আলতো পদ্ম পাতায়
ঝুপঝুপিয়ে হঠাৎ বৃষ্টি, পড়বে সুখে খোলা মাথায়।
বৃষ্টির জলে ঠিক গড়িয়ে, জলের তলে মুখ লুকিয়ে
প্রেমের ছোঁয়ায় তোমার বুকে, কাঁপবো সুখে ধুকপুকিয়ে।
০৭-০৬-২০১৮


২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।