প্রজাপতি বন্ধু হবি?
- কাজী ফাতেমা ছবি

রঙ হলুদের দেশে গো, ফুল ফুটেছে গাঁদা
হলুদ ফুলে বসে আছে,প্রজাপতি সাদা,
সাদা রঙের প্রজাপতি,হলুদ মাখা গায়ে
বসে আছে অভিমানী, সবুজ পাতার ছায়ে।
কে মেরেছে কে ধরেছে, প্রজাপতির ডানা
মারবো তারে আজকে ধরে, মানবো না আর মানা।
প্রজাপতির ডানায় মাখি, হলুদ রঙের তুলি
কাঁদছে বসে প্রজাপতি, মুখেতে নাই বুলি।
প্রজাপতির দুটো ডানা, হরেক রঙে ভরা
রঙ নেবে কেউ চুরি করে, দেয় না সে তাই ধরা।
কে রাঙিয়ে দিলো তোরে, বল্ না প্রজাপতি
দে হেসে দে একটুখানি, করবো না তোর ক্ষতি।
আল্লাহ তা'লার রঙে সাজিস, অহম কেনো মনে
প্রজাপতি পাতবি মিতা, তুই কি আমার সনে?
১০-০৫-২০১৮


২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।