=জোনাক পোকা=
- কাজী ফাতেমা ছবি
দিনে তোকে চিনি নেকো, রাতের বেলায় চিনি
জ্বলো নিভু আলোতে সুখ,বাজে রিনিঝিনি।
দিনের আলোয় পোকা রূপে, গাছের পাতায় থাকিস
রাতের বেলা আঁধারেতে, আলোর ছবি আঁকিস।
দিনে তুইতো পাতা খেয়ে, করিস জীবনধারণ
রাতের বেলা পাতা খেতে, আছে বুঝি বারণ?
দিনের বেলা হোস অচেনা, চিনি রাতের বেলা
আঁধার রাতে ঝোঁপে ঝাঁড়ে, বসাস আলোর মেলা।
দিনের বেলা নেইকো আলো, রাতে ঝরে আলো
হাত বাড়িয়ে ছুঁতে তোকে, লাগে বড় ভালো।
হাতের মুঠোয় আলোর ঝলক,মুঠোয় তোকে পুরলে
উড়াল দিস যে আঁধারপানে, উপর দিকে ছুঁড়লে।
দিনের রূপের মূল্য কি আর, রাতের রূপে মূল্য
তোর আলো আর চাঁদের আলোর, নেই কোনো তার তুল্য।
দেখতে তোকে রাত আঁধারে, বনারণ্যে ছুটি
পিছন পিছন যাই দৌঁড়িয়ে, খেয়ে লুটোপুটি।
দিনের বেলা দেখে তোকে, চিনবে না দেখিস কেউ
নানা জনে নানা নামে, তুলবে কথার ঢেউ?
তুই যে হলি জোনাক পোকা, রাতের বেলার রাণী
আলো ছড়াস বন বাঁদারে, চিনি তোকে জানি।
৩১-০৫-২০১৮
২০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।