বাদল-বাঁধন
- মাহাবুব আলম - বর্ষা নূপুর
আমারে ডেকোনা ডেকোনা
এমনি করে বাদল বিমূঢ় সুরে
আমি এমন করেই কেঁদে কেঁদে
যাবো সখি মরে ।
আমি শান্ত নিবিড় ছায়ায় মিশে
আঁধার ভেলায় ভেসে ভেসে,
চাইবোনা গো ভিরতে আমি
তোমার পাশে চাইবোনা ।
বইবে যত নয়ন ধারা
ততই আমি বাঁধনহারা,
আমায় দাও ছেড়ে দাও
থাকবোনা গো হেথায় আমি থাকবোনা ।
আমার তরীর পাল ছিড়েছে
সেই কবে সেই কবে,
আবার কেন বাঁধছো আমায়
বাদল-বরিষ রবে ।
ওগো এমন করে শূন্য হাতে
বাদল আমায় রাখবেনা ।
যত নীরব এই না প্রাতে
তুমি কেনো চাওগো নিতে?
কেন আমায় বাদল সুরে
গান শুনিয়ে করলে সখি আনমনা!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।