ক্ষমা করো প্রভু....
- কাজী ফাতেমা ছবি
হাসছি দেখো,
স্রোতের টানে ভাসছি দেখো
রঙ দুনিয়ায় মাতাল হয়ে
ঘুরছি দেখো ঘুর্নিপাকে;
মনের রঙ্গে যা খুশি তাই-
করছি দেখো,
পথের দিশা হারিয়ে আজ
ভাবছি এসে পথের বাঁকে।
নাচছি আমি সমানতালে
অন্ধ হয়ে দুনিয়ার প্রেমে
দেখছে সবাই, ভাবছে বুঝি
সুখগুলো সব আমার ভালে।
মোহের প্রেমে মজেছি হায়!
জরা সময় এসে হঠাৎ
বুলায় আদর বৃদ্ধ গালে।
রঙ্গ তামাশায় সঁপেছি মন
নিজ অস্থিত্ব ভুলছি বলে,
খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি দেখো,
দুনিয়ার সুখে
মত্ত থাকার করেছি পণ।
বুঝি নাই, অভাগী তাই
দুনিয়া নিয়ে পড়েছি দেখো
ক্ষনস্থায়ী সুখের তরে
বিশাল সময় অপচয়ে আজ;
যেনো আমার ভিতরে
আর আমি নাই।
সময় ছিল হাতে যখন
ভাবি নাই,
প্রাণ সঁপিবো প্রভুর তরে,
ভুল করেছি,
হাসি তামশায় সময় পার;
জানি না প্রভু, আমার তরে
রেখেছো কী উপঢৌকন?
অসীম তুমি, মহান তুমি
ভুলগুলি সব শোধরে দাও
অন্তিম সময়ে এসেছি দেখো
ক্ষমা যদি না করো প্রভু,
সিজদা ছেড়ে উঠব না আমি।
August 1, 2013 at 11:22 PM
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৩
২৪-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।