=ঈদ শুভেচ্ছা=
- কাজী ফাতেমা ছবি
সবুজ বরণ দেশ ক্যানভাসে, রক্ত গোলাপ ছবি
হাসে সুখে দেখে গোলাপ,পূর্বাশার ঐ রবি!
বৃষ্টি ধোয়া সবুজ পাতা, মাঝে গোলাপ ফুটা
মৌমাছিদের যায় হয়ে যায়, সুখে মধু লুটা!
গোলাপ ফুলের পাপড়ি জুড়ে, স্নিগ্ধতার রঙ মাখা
ফুল ফুটা এই প্রহর যেনো, রঙতুলিতে আঁকা।
ঘ্রাণ ছড়ানো রক্ত গোলাপ, পাপড়ি মেলে হাসে
ছুঁয়ে দিলে ঝরে পড়ে, সবুজ দূর্বাঘাসে।
একটি গোলাপ হাজার কাব্য, লিখে রাখি খাতায়
ফুলের পাপড়ি শব্দ হয়ে, ছন্দ ঝরে মাথায়।
গোলাপ ফুল'টা হলো অমর, ছবিতে সে বন্দি
রূপ ছড়াবে সারাজীবন, নেইকো প্রতিদ্বন্দ্বী।
গোলাপ ফুলে শুভেচ্ছা যে, বন্ধু তোদের দিলাম
এই শুভ্চ্ছো ঈদ মৌসুমে, করে দিস তো নিলাম।
যাস হয়ে যাস তোরা সবাই, ডানা মেলা পাখি,
আনন্দে কাটুক ঈদ তোদের, সু কামনা রাখি।
২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।