=আমার বাংলাদেশ=
- কাজী ফাতেমা ছবি
ইট সুড়কি আর পাথরের দেশ ঘুরতে বড় ইচ্ছে তাই না?
পাসপোর্ট ভিসা করিয়ে নাও নিরিবিলি
কতটা ঝক্কি ঝামেলা পোহায়ে পেয়ে যাও দূর দেশে যাওয়ার অনুমতি
কেবল এতটুকুন ইচ্ছে ঘুরে দেখবে দুনিয়া
কল্প ডানা বেঁধে ভেসে বেড়াও স্বপ্নঘুমে,
আর অপেক্ষার বুকে ঠাঁয় বসে থাকো-কবে যাবে দূর সীমান্তে
তাই-না?
অথচ নিজের দেশটাকেই দেখলে না আগ্রহচিত্তে,
এই মেঠোপথ, ধানের ক্ষেতের আল
বর্ষায় ডুবা মাঠ ঘাট অথবা দোয়েল শালিক ময়না শ্যামা।
দেখলে না চোখ ভরে, দূর্বাঘাসের গালিচা
চড়ুইয়ের নাচানাচি, টুনটুনির লুকোচুরির প্রহর
আর বাবুইয়ের নিপূণ হাতের ছোঁয়ায় তৈরী ওদের নীড়।
দেখলে না, সবুজে সবুজে ভরা প্রান্তর,
বসলে না পা ডুবিয়ে শাপলা ফুটা স্বচ্ছ ঝিলের জলে,
মুগ্ধতায় তাকালে না ফড়িং প্রজাপতির ডানায়!
ঝিঙের মাচায় কখনো রাখোনি চোখ,
দেখোনি ধানের ক্ষেতে ঘাসফড়িংদের উড়াউড়ি আর
জলে ডুবা রঙ বেরঙের ব্যাঙ।
বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর, ঘুরে দেখবে রঙ দুনিয়া
কখনো কী বুকের বামে অনুভব করেছিলে এই দেশ
এই সবুজ শ্যামলিমা মাতৃভুমিকে?
স্বস্তির নি:শ্বাস টেনেছিলে মুক্ত হাওয়ায় শুদ্ধ অক্সিজেন টেনে?
এবার তবে বিদেশ বিভুঁই যাবার স্বপ্ন ভেঙ্গে যাক,
চকিতে মন ফিরিয়ে আনো এখানে,
যেখানে কেবল শান্তি সুখের ছোঁয়া আছে লেগে
মন বাড়িয়ে খুঁজে নাও এক টুকরো প্রশান্তি।
২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।