=কাঠগোলাপ ভালোবাসা=
- কাজী ফাতেমা ছবি
যদি আসো কাছে আমার, মিষ্টি ঘ্রাণে করবো মাতাল
কাঠগোলাপের ফুলে ফুলে, ভরা আছে মনের চাতাল।
যদি তুমি বাসো ভালো, মুগ্ধতাতে করবো পাগল
তাই শুনো রোজ রাখি খোলা, এই আবেগীর বুকের আগল।
যদি তুমি চোখ ছুঁয়ে দাও, ফুলের পাপড়ি দেবো ছুঁড়ে
বন্ধ চোখে দেখবে তুমি, প্রেম উঠে ঠিক বক্ষ ফুঁড়ে।
যদি তুমি কাছে এসে, হেসে হেসে বলো কথা
ডাকবো তোমায় আদর করে, ময়না শালিক চড়ুই তোতা।
যদি তুমি ফুল নিতে চাও, বাগান আমি করবো খালি
হবো আমি এক নিমেষে, বুক আকাশে চাঁদ এক ফালি।
যদি তুমি ফুল হতে চাও, কাঠগোলাপের পাপড়ির মতন
বারান্দাতে রাখবো রুয়ে, টবের মাঝে গাছটি যতন।
মিষ্টি ঘ্রাণে করবে পাগল, পাপড়ি ছুঁয়ে শিহরণে
এই কী তুমি ভালোবেসে, অনন্তকাল রাখবে মনে?
নরম পাপড়ি তুমি হলে, আমি হবো পিপড়ে পোকা
হাঁটবো চোখে শিরশিরিয়ে, প্রেমে তুমি হবে বোকা।
যদি তুমি কাঠগোলাপ হও, আমি হবো সবুজ পাতা
প্রেমের পাপড়ি মেলে তুমি,পাতার বুকে রেখো মাথা।
২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।