=আমাদের আর ওদের ছেলেবেলা=
- কাজী ফাতেমা ছবি

বউচি কানামাছি গোল্লাছুট আর ডাংগুলির ঐ বেলা
বিকেল হলেই বসতো মাঠে, হাজারতরো খেলা,
উঠোনজুড়ে ফুলের মেলা, ভাসাতাম সুখ ভেলা
ভরা বর্ষায় পুকুর জলে, বর্শি হতো ফেলা।

কলাগাছের ভাসতো ভেলা, স্বচ্ছ পুকুর জলে
বিদ্যালয়ে যাবো না তাই, ঠিক পালাতাম ছলে।
দুষ্টুমিতে ভরা ছিলো, ছেলেবেলার দিন ঐ
ফেলে আসছি ছেলেবেলা সুখের সুরের বীণ ঐ।

ছোটো বেলার সময় মোদের কত গল্পে ভরা
ছিলো নাতো ঠিক কখনো, মনের মাঝে খরা।
যান্ত্রিকতা কেড়ে নিলো, এ প্রজন্মের সময়
মেপে দেখি দুই প্রজন্ম, ভেবে যে হই তন্ময়।

মুঠোফোনে চলে আড্ডা, গল্প কাব্য ছড়া
অদৃশ্যতায় নিত্য সবার, বন্ধুত্ব হয় গড়া‍!
এক মুঠোফোন কথা বলা, দুই মুঠোফোন নেটে
তিন মুঠোফোন অন্য সীমে, কাটে সময় চ্যাটে।

চার মুঠোফোন গোপন গোপন, নাম্বার কেউ না জানে
বন্ধুর সাথে কথা বলা, কাটে সুখের গানে।
যায় না ছোটে বিকেল হলে, খেলতে সবুজ মাঠে
বাকী সময় কাটে ওদের, বিদ্যালয়ের পাঠে।

পাঁচটা টিচার ওদের সঙী, বিদ্যায় পূর্ণ মাথা
ওদের জীবন যান্ত্রিক জীবন, হয় না স্মৃতি গাঁথা।
স্মৃতি নেইতো ছেলেবেলার, এন্ড্রয়েড মন ওদের
এমন সময় সুখানন্দে, উচ্ছ্বল কাটতো মোদের।

যন্ত্রের ভিতর খুঁজে ওরা, সুখের চাবিকাঠি
পায়ের তলায় নেইতো ওদের, গাঁয়ের ভেজা মাটি।


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।