=সাজব আমি হলদে ফুলে=
- কাজী ফাতেমা ছবি

হাত দিয়ো না ফুটা ফুলে, বোলতা কামড় দেবে
খোপায় দেবে কষ্ট পাবে, দেখো আবার ভেবে?
ভালো যদি বাসো আমায়, করবে কষ্ট বরণ?
নাও শুনে নাও এমনতরো, আমার প্রেমের ধরণ।

পরীক্ষায় পাশ করো যদি, ভয় ডর দূরে ঠেলে
আসবো দৌঁড়ে কাছে তোমার, কল্প ডানা মেলে।
লাল হলুদে সাজবো আজই, ইচ্ছে মনে লাগে
ফুলের উপর বোলতা বসে, নাও নিয়ে নাও বাগে।

খাচ্ছে মধু হলুদ পোকা, ডানা মেলে রঙ্গে
চোখ পাকিয়ে তাকাচ্ছে গো,কেমন ভয়ের ঢঙ্গে।
হাত দিয়ো না কামড় দেবে, হলুদ বোলতা পোকা
ভয়ে এমন চুপসে গেলে, তুমি বড্ড বোকা।

ইচ্ছে পূরণ করলে নাতো, পরীক্ষায় ফেল করলে
ফুল চেয়েছি পারলে নাতো, বিষাদে মন ভরলে।
সাহস তোমার একটুও নেই, কেমন পুরুষ মানুষ
বোলতা দেখে ভয়ে দৌঁড়ো, উড়াও ডরের ফানুস!

ত্যাগে জীবন হতো সুন্দর, কাছে পেতে আমায়
বোলতা পোকা তোমায় বাপু, ফুল আনতে কী থামায়।
চাই না কিছু এখন চলো, মফিজ চাচার টঙ্গে
উদাস দুপুর চা পান করবো, গল্প আড্ডা রঙ্গে।


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।