=যাবি বন্ধু গায়ে যাবি?=
- কাজী ফাতেমা ছবি

যাবি নাকি গায়ে যাবি, টেংরা পুটির দেখবি নাচন?
এই শহরে ফরমালিন মাছ, খেয়ে যে আর যায় না বাঁচন।
স্বচ্ছ জলের পুকুর ঘাটে, টেংরা পুটি কাটে সাঁতার
এই শহরে দুষণ হাওয়া, কূল ছাড়া নিথুয়া পাথার।

যাবি নাকি গায়ে যাবি, খাবি ঝুলে টেংরা পুটি?
নে-না নিয়ে বন্ধু তুই রে কর্ম হতে আজই ছুটি।
খালের জলে টাকি নাচে, ডোবায় রূপের চান্দা হাসে
মলা ঢেলা স্বাধীনতায়, পুকুর ঘাটে ডুবে ভাসে।

যাবি নাকি ছুটি নিয়ে, শুদ্ধ হাওয়া গাঁয়ের বাড়ি?
ক'টা দিবস চল্ না বন্ধু, যন্ত্র শহর পিছন ছাড়ি।
ঘাটের পৈঠায় বালি মাছ'রা, থাকে বসে চুপি চুপি
দেখবি চুপে রাতের বেলা, হাতে নিয়ে আগুন কূপি!

আয় না ছুটি কাটাই গিয়ে, গায়ের বাড়ি স্বস্তি নিয়ে,
আনবো দুজন মুঠোয় পুরে, ক্লান্তি ঠেলে সুখ ছিনিয়ে।
চিংড়ি মাছের নাচানাচি, জলের তলে নিরিবিলি
স্বচ্ছ জলে চাঁদের ছবি, কী যে সুন্দর ঝিলিমিলি।

শুন্ না এদিক যাবি গায়ে, খাবি কী মাছ ঝালেঝুলে
পেরেশানি আছে যত, আচম্বিতে যা-না ভুলে।
কই আর মাগুর বোয়াল মাছও, আছে বন্ধু পুকুর ভরা
বছর জুড়ে তর তাজা মাছ, থাকে জলে আসলে খরা।

যাবি নাকি যাবি গায়ে? শুদ্ধ হাওয়া টানবি নাকে
শ্রাবণ মাসে জলের ধারায়, রূপালী মাছ ঝাঁকে ঝাঁকে
ক্ষেতের সবজি মাছের ঝুলে, জিভ পুড়াবি-যাবি গায়ে
স্বাদে গন্ধে পাগল হবি, খেয়ে বসবি গাছের ছায়ে।


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।