=নিয়ে যাও আমায় দূরে বহুদূরে=
- কাজী ফাতেমা ছবি

শুকনো খরখরে ধূলোবালির পথ হেঁটে হেঁটে ক্লান্ত
মনে পোষণ করে রাখি-শত ধারণা ভ্রান্ত!
চোখের কোণে কেবল স্যাঁতস্যাঁতে জল
নিদাঘ তাপ রোদ-মন উঠোনে, জ্বালায়-করে ছল।

ইট সুড়কির পথ, পায়ে পায়ে ধাঁধা, মনে নেই জোর
নেয়ে ঘেমে একাকার জীবন, মরিচিকার পিছু দৌঁড়
কাহাতক ধৈর্য্য থাকে চোখ কিনারে
হীম হাওয়ার ঝান্ডা উড়ে না মন মিনারে!

যদি সাধ্য থাকে হাত ধরে নিয়ে যাও-অজানা শহর
যেথায় বইবে কলকল ঝর্ণার সুশীতল হাওয়ার লহর!
দূর্বাঘাসের পাটিতে বসে দিনভর তুমি আমি
কাটিয়ে দেই না হয়, হাসি ঠাট্টায়-হোক না একটু পাগলামী।

সারি সারি গাছের ছায়ার পথ ধরে যদি হাঁটতে হও রাজী
জেনে রেখো তোমায় বানাবো ঠিক, জীবন নৌকার মাঝি।
এখানে গ্যাঞ্জাম, লোকারণ্য নগর
রাত্রিভর জ্বলে নিয়ন আলো, থাকি উজাগর,
চারিদিক ঘেরা প্রাসাদে প্রাসাদে
ত্যক্ত মন আমার-ভরে আছে বিষ বিস্বাদে!
একটু শান্তির অন্বেষনে-হাত ধরে হতে চাই ভবঘুরে
নিয়ে যাবে আমায় শহর ছেড়ে, অন্য কোথায় দূর বহুদূরে?


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।