=হেমন্তের অপেক্ষায়=
- কাজী ফাতেমা ছবি
তালপাকা ভাদ্রের রোদের তাপে বিতৃষ্ণায় ছেয়ে যায় মন
চারিদিকে কেবল খাঁখা প্রান্তর,
শুকনো ধূলো বালি উড়া পথ ঘাট,শান্তি নেই একফোঁটা!
কোথায় গেলে পাই শান্তির ছায়া, তৃষ্ণা মিটাই হীম জলে!
উর্ধ্বমূখী হই, চোখ জ্বালিয়ে সূর্য হাসে,
মুগ্ধতা পাই কেবল আকাশ দেখে।
মর্ত্যে তাকাই কেবল খরখরে শুকনো মাটি আর ইট পাথর,
শহরের বুকে হা করে দাঁড়িয়ে আছে অট্টালিকা
অট্টালিকার গা জড়ানো আতশি কাঁচে
আতশি কাঁচে সূর্যের প্রতিফলন,
চোখ রগড়ালেই চোখে দেখি ঝিরিঝিরি সর্ষে ফুল!
জ্বালাপোড়া চোখ নিয়ে আর কত অপেক্ষায় থাকবো ও হেমন্ত!
যদিও রুক্ষতা নিয়ে তুই আসবি,
তবুও তোর গায়ে থাকবে হীম শিশির জল,
আকাশ হয়ে যাবে বিবর্ণ! হোক না!
পাতায় পাতায় ঝুলে থাকবি হেমন্ত তুই,
তুই ছুঁয়ে থাকবি সর্ষে ফুল, সবুজাভ পুঁই।
তোকে ছুঁয়ে যে শান্তি শিহরণ জাগবে মনে,
ভালোবেসে ছুঁয়ে ছুঁয়ে সই পাতবো তোর সনে।
হীম হাওয়া নিয়ে আয় রে আয় হেমন্ত
শরতের উত্তাপ সয় না দেহে
মানে না, মানে না আর এ মনতো!
২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।