=একটি মুগ্ধতার প্রহর আমার হোক=
- কাজী ফাতেমা ছবি

একটি স্নিগ্ধ প্রহর কেবল আমারই থাক্
মনের কিনারে এসে বসুক মুগ্ধতা এক ঝাঁক
ক্লান্তি ঝরে যাক, ভ্রান্তি মুছে যাক,
একঘেয়েমী হতে মন নতুন মাত্রা পাক।

আঙ্গুল ছুঁয়ে দেবো সবুজের গায়ে
স্বস্তির নি:শ্বাস নিতে, গিয়ে বসবো গাছের ছায়ে।
আমি ভুলে যাবো শত ব্যস্ততা,
পেরেশানী আর সকল তিতে কথা।

একটি মুগ্ধতার প্রহর আমার হয়েই থাকুক
ঘাসফড়িং উড়ে এসে-মনে শান্তি আঁকুক।
সবুজের গায়ে এঁকে দেবো মুগ্ধতার রঙছোপ
নিমেষে ভুলে যাবো, শত কষ্ট কথার কোপ।

রক্তাক্ত হৃদয়ে সবুজের প্রশান্তি দেবো ঢেলে,
উড়বো সবুজের উপর ইচ্ছে ডানা মেলে।
একটি স্বস্তিমূখর পরিবেশ থাক্ আমার হয়ে
কিছুটা সময় যাক ইচ্ছেমতন ক্ষয়ে।

ক্ষেতের আলে বসে পড়বো ঝোপ করে
বুনোফুল ফুটে থাকুক থরে থরে...
ভিজে যাক বসন
করবো সুখে উচ্ছ্বাস বিলসন!

পায়ে হাঁটুক পিঁপড়েরা পিলপিল
ব্যাঙের ছানারা জলে করুক কিলবিল....
কেটে যাক একটি বেলা ভাবনা ছাড়া
কেটে যাক একটি বেলা দু:শ্চিন্তা পেরেশানী ছাড়া....
উল্লাসে উন্মুখ আমি খুঁজে নেই সন্তর্পণে মুগ্ধতার আবেশ
থাকুক আমার হয়ে থাকুক মনোহারী ক্ষণ,
মনে সেঁটে থাকুক বুনোফুল আর কাদা জলের ঘ্রাণ রেশ
কেটে যাক মুগ্ধতার বেলা, ধুয়ে মুছে যাক শত ক্লান্তি ক্লেষ।


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।