=অভিমানী পাখি=
- কাজী ফাতেমা ছবি

হলি অভিমানি, ফেললি চোখের জল
মুখ ফিরিয়ে তাকাস না-
করছিস্ একি ছল রে পাখি করছিস একি ছল?
কী কারণে আছিস রেগে
বলবি আমায়? বল-বল!

চোখ কী তোর যাচ্ছে জ্বলে
বুকের ভিতর আগুন
কার প্রেমেতে হলি পাখি-দিনদুপুরে খুন?
চোখে কী তোর জল রে পাখি চোখে কী তোর জল
জলে চোখ ছলচ্ছল?

কণ্ঠে যে তোর সুর নেই আর
চুপটি আছিস বসে
যাচ্ছিস, ভুল অংক তুই কষে?
বলছিস্ না কথা তুই অনর্গল রে পাখি আর তো অনর্গল
বুকে বুঝি নেমেছে তোর অথৈ ব্যথার ঢল।

বুকের ভিতর মরুভূমি
দিবানিশি যাস ব্যথা পুষে
জ্বলছিস কী তুই পুড়া তোষে?
অভিমানি পাখি তুই-হারিয়েছিস দু:খের অতল
কী কারণে কষ্ট বুকে-বলবি আমায়-বল, বল।

চোখ ফিরিয়ে নিস্ না আর-তাকা এদিক ঘুরে
প্রেম পাখিটা তোর থেকে নেইকো আর দূরে
তোর জন্যি যে হয়েছি চঞ্চল
উড়িয়ে প্রেমের অঞ্চল।
মনে বুঝি ঘুরছে-কালো মেঘের দল?
আর করিস না ছল রে পাখি-আর করিস না ছল,
হাতটা ধরে আমায় ঘরে নিয়ে চল।


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।