=মানুষ তুমি ক্যাকটাস=
- কাজী ফাতেমা ছবি

মানুষ নও তুমি-যেনো বৃক্ষ ক্যাকটাস
হাতে কাঁটা, গায়ে কাঁটা, মুখে কাঁটা
কাঁটা মুখের বুলিতে,
রাগের মগজ খুলিতে;
বলো কথা লাগে গায়ে টাস টাস
তুমি একটা ক্যাকটাস।

ছুঁয়ে দিলে জ্বলে মরি, কাঁটার জ্বালা
আহারে কথার জ্বালা
পুড়ে মরি নিরিবিলি, বিতৃষ্ণার শ কথার মালা
পড়লে গলে, গলা জ্বলে......
কথা তো নয় এ যেনো গো মুলি বাঁশ
তুমি বাপু ক্যাকটাস।

ফুলের মধু নাও নি মুখে, ঠোঁট যেনো নিমের পাতা
জিভে তোমার করলা আর কথায় যেনো উচ্ছে
তিতে মানুষ, কথায় কথায় মারো খোঁচা
পেঁচামূখি নাক'টা বোঁচা...
তোমার পাশে থাকলে-জীবন কষ্টে হাঁসফাঁস
মানুষ তুমি ক্যাকটাস।

পান থেকে চুন কষলেই হলো, হও যে আগুন
মনে তোমার নেইকো ফাগুন,
বকা দিয়ে নাস্তানাবুদ, যাবো কই ও মাবুদ!
হাঁটতে বকো বসলে বঁকো-দাঁড়ালেও বকো মাইরি
সংসার ফেলে চলে যাবো, দেখে নিয়ো ঠিক নাইওরি
হাসলেও বকো বিড়বিড়িয়ে-হায় কী সর্বনাশ
মানুষ তো তুমি মানুষ নও,আস্ত একটা ক্যাকটাস!


২৫-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।