=হলুদ ফুল ভালোবাসা=
- কাজী ফাতেমা ছবি
হলুদ রঙের প্রেমের ছন্দ
হলুদ শাড়ি পড়ে আছি,আসবে তুমি বন্ধু
মনে জমা তোমার জন্য,প্রেম বন্ধু এক সিন্ধু!
দেবে তুমি চুপ পরিয়ে?গাঁদা ফুলের মালা
দাও সাজিয়ে হলুদ ফুলে,আমার মনের ডালা।
হলুদ গাঁদা বালা হাতে,দাও পরিয়ে আমার
মন জমিনে গড়ো বন্ধু,তোমার প্রেমের খামার।
চুলের খোঁপায় অলকানন্দা,কানে ফুলের দুলও
দাও পরিয়ে বুনোফুলের,আমার এলো চুলও।
গলায় পরাও ফুলের মালা,হলুদ রঙের সাজে
তোমায় নিয়ে আজ হারাবো,গোধূলিয়ার সাঁঝে।
সন্ধ্যার প্রহর তোমার আমার,হলুদ আলোর প্রহর
নদীর ধারে বসবো দুজন,মনে সুখের লহর।
ডুববে সূর্য নদীর জলে,হলুদ আলোর ধারা
হলুদ প্রহর তোমার আমার সুখে পাগল পাড়া।
২৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।