=তুই বলেছিলিস...... কোন এক দুপুরে.....
- কাজী ফাতেমা ছবি

তুই বলেছিলিস, এই তুই কী বাসন্তি সাজবি?
আমি তোকে এনে দেবো গাঁদা ফুলের পাপড়ি
সূতোয় গেঁথে গলায় পরে নিস;

তুই বলেছিলিস, এই তুই কী আমার ফাগুন হবি?
অলকানন্দা রঙের শাড়ী পরবি?
হাতে পড়বি গাঁদা রঙ চুড়ি,
চুরে পড়বি সূর্যমূখী রঙ চুলের কাঁটা।

তুই বলেছিলিস, এই তুই কী আমার বসন্ত হবি?
চোখের কাজল কালো না দিয়ে বাসন্তি রঙ কাজ পরবি
হাতের বালা দুটো যেনো হয়, সোনালো ফুলের পাপড়ি রঙ,
কপালে এঁকে দিস কৃষ্ণচূড়া রঙ টিপ,
ঠোঁট রাঙাস কিন্তু শিমুল রঙে।

তুই বলেছিলিস, এই তুই কী আমার বসন্ত ফাগুন হবি?
আমার মন না কেমন পাগল পাগল,
বুকের ভিতর তোর জন্য ঢেউ উঠে প্রেমের নিরবধি,
বুকের পাড় ভেঙ্গেচুড়ে তুই ভেসে যাস অন্য কোথাও!
কেনো রে, তুই কী আমার হতে পারিস না?

তোর প্রশ্নের উত্তর আজও দিতে পারিনি,
বেলা বয়ে যায়, ব্যস্ততার গায়ে বসে আজও তোকে ভাবিরে,
সময়গুলো কেমন করে উড়ে গেলো বৈরী হাওয়ায়,
বুকের বাড়িতে আর বসন্ত হাওয়া এসে করে না ধাওয়া,
ফাগুন এসে লাগায় না তোর জন্য আর বিরহের আগুন।
তোকে ভালোবাসি, বলা হয়নি তখন,
অথচ ভালোবেসেছি তোকে অযস্র প্রহর।
তোর জন্য এখনো বসন্ত রঙ শাড়ীতে সাজি,
ফাগুন রঙ ঠোঁটে মেখে হাসির ফুলঝুরি উড়াই হাওয়ার তোড়ে,
তুই সুযোগ পেলে হাতের মুঠোয় পুড়িস আমার প্রেমগুলো
রেখে দিস বুকের বামে, না হয় থেকেই গেলাম
অদৃশ্য অস্পৃশ্য ভালোবাসার বেড়াজা আটকে দুজন।


(বলেছিলিস, খেয়েছিলিস এসব কথা আসলে ব্যাকরণে নাই। কিন্তু লেখার সময় এগুলো কেনো জানি আমাকে ভালো লাগা জানিয়ে যায়। আবেগ ভরা ভরা লাগে। আসল কথা এগুলো ব্যাকরণগত ভুল, আর অকবিতায় ঠিক :D
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০১


২৭-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৯-০৩-২০২৫ ১০:৩৬ মিঃ

অনে–ক সুন্দর হয়েছে!

কাজী ফাতেমা ছবি
২৮-০৯-২০২৫ ১৪:৪১ মিঃ

অনেক ধন্যবাদ
ভালো থাকুন

২৭-০৩-২০২৫ ১৯:৫৫ মিঃ

কবি, সুন্দর হয়েছে কবিতাটি ♥️

কাজী ফাতেমা ছবি
২৮-০৯-২০২৫ ১৪:৪১ মিঃ

থ্যাংকিউ সো মাচ