সংশয়
- মাহাবুব আলম - বর্ষা নূপুর
কেমন যেন ভয়
ফের যদি তেমন কিছু হয় !
রাগ-বিরাগের পাখা মেলে
তুমি যদি পালাও আবার
দুর আকাশে_
এই ভেবে সংশয় ।
কত ফাগুন পরে এলে
কত সুরের মোহন পালে
জাগিয়ে দিয়ে আমার এ হৃদয়
থাকবে কি গো_?
চিরদিনের শুরিদ হয়ে
আমার পাশে প্রিয়া বেসে
আঁধার কালো রাতের বুকে
জোঁনাকিরা যেমন করে উদাস হয়ে রয় ।
নীরব কেন তুমি?
কিছু তো আজ বলো
কেমন ছিলে আমায় ছেড়ে
আকাশের আলোক ঘরে,
একা একা থাকতে সেথা
পেতে কি গো ভয়?
এই দেখ, কাঁদছো কেন?
ভাবছো কেন এতো,
এবার আমি সাথে যাবো
এই যেনো নিশ্চয় ।
শুনবে আমার কথা?
কেমন ছিলাম আমি?
পাথর যেমন জড়িয়ে বাঁচে
কঠিন নিথর ভূমি ।
তোমায় ভেবে কাটতো আমার
সকল সুখের বেলা,
ভাবছো আমি সুখেই ছিলাম?
নাগো! তুমি এলেই সুখ যে এসে
তোমায়-আমায়-আমাতে মিশে
খেলতো সুখের খেলা ।
আবার এলে ফিরে
সুখের চাদর মুড়ে
কাঁদবো না আর এই জীবনে;
আহলাদের এই ভুবনে, থাকবে সখি
ধরার বুকে চন্দ্ররাণী যেমন করে রয়!
একি উঠছো কেন?
চললে কোথায় তুমি,
আবার কি গো যাবে চলে?
আমায় একা ফেলে ।
যাবেই যদি তুমি
ফিরে এসে মৃদু হেসে
নীরব রেশে আমায় ওগো
আবার আমার ভাঙ্গলে যে হৃদয়
ওগো..কি সুখেতে ভাসিয়ে গেলে
যেনো বিষের মত বয় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।