ইচ্ছের রংমহল
- আশরাফুন নাহার
কখনও কথা বলতে ইচ্ছে হয়
ভীষণ,ইচ্ছে হয় আরেকবার
ফিরে যাই অতীতের ছায়াপথ
ধরে।
ইচ্ছে হয়
চুপিচুপি ডাকি একটি সুখিত
শ্রাবনকে
হঠাৎ যেন আমার তন্দ্রাচ্ছান্ন
চোখে ঝরে।
কখনও আমার অমূল্য
ইচ্ছেকে প্রশ্রয়
দিতে ইচ্ছে করে,
না হয় একবার মিথ্যের
আকাশে লেপ্টে দেই চাঁদটাকে,
তার এই ছলচাতুরীর ঘরে।
আবার যখন তুমি ডাকো তখন
গুছিয়ে নিই
এলোমেলো স্বপ্নগুলোকে,মৃদু
নিঃশ্বাস
আটকে থাকা সুখানুভূতি রাখি ধরে।
এই তো আমার ইচ্ছের রঙমহলের
নুপুরনিক্কনে অবিরাম জপে যায়
তোমার নাম,
আমি খুঁজে চলি আমার
বেয়ারা ইচ্ছের
পরিনাম,যা কেবল আমার
ইচ্ছের গতিপথ রোধ করে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।