লাশের ঘর
- আশরাফুন নাহার
আজন্ম মৃত্যুর ছায়া বয়ে
দিনপঞ্জিকার ঢেউ গুনে
আরও একটা যুগ
শেষে নতুনে পদার্পন-
বিসর্জনের ঝনঝন
ধ্বনিতে অন্তহীন দিগন্ত
কাঁপে,
কাঁপছে ভূধরের ক্ষুধার্ত উদর,
খুনে ভেজা লাশের
পাশে টকটকে লাল
ফোয়ারা উত্তপ্ত
ক্রমশ উত্তপ্ত ধারা তার,
খুঁজছে আড়াল পলাতক কোন এক
অন্ধগুহার,
যেখানে অস্তিত্ব নামের ভীরু
মাকড়শা জালে আসে অন্ধত্ব
গুহার তিনকূলে,হাই
তুলে জাদুকরী দৈত্যের
শীতনিদ্রা ভাঙল
বলে সগর্বে ঢাক পেটায়
হুলোবেড়ালের ছা,
যা এবার মরণ বরণে ভীতুসব
পালায় গুহায় সুরঙ্গ
গড়ে,ওরে এ তো জীবন্ত লাশের
ঘর।
দেবতার বর পেয়েছিস
নাকি উদ্ভট
যানে কাছে টানছিস পরোলোক,
বিলাপ শোক- কি বা যায়
আসে তায়, ধায় শেয়ালের পিছু
কিছু অকালপক্ক ভীতু
আপনাকে জাতে তুলে।
জাতে পা ফেলে পাতে তুলে দেয়
নৈশ্যভোজের মগজ,
ঐ যে দ্যাখ ক'গজ
দূরে ব্যঙ্গকাঁটার সাঙ্গরথ।
তোদের শাপের পথ লুটাবে
ভূতলছেদে দ্যাখ এ রাত ঘুঘুর
না তোর মৃত্যুফাঁদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।