তুরাগের হাঁসি কান্না
- মুহাম্মাদ শরিফ হোসাইন
তুমি দৈর্ঘ্যে কতো কিমি?
প্রস্থ তোমার কতো নাই বা জানি।
তোমার বিয়ে হয়েছে কয়টি!
তুমি ছেড়েছো কয় স্বামী?
কোন সভ্যতা গিলে খায় কতো?
যারা করে,করুক শত নোংরামি!
যে তোমার সম্ভ্রম কেঁড়ে নেয়,সে নগরপতি
নইলে তার হার্টফেল হবে,এখনি।
শুধুই কি ঐ বেটা-বেটি?
আমলা-কামলা,আমি-আমরা দায়ী বহুখানি।
তুমি যতোই ক্ষীণা
যতোই দুর্বল
তুমি যতোই ক্ষর স্রোত-স্বিনী,
যতোই কালো,
তুমি যতোই বৃদ্ধা হও না গো,সখী
আমার চার প্রিয়ার,এক প্রিয়া তুমি।
তোমার শব্দে পাখীর গায়কি
তোমার গভীরে মাছের বাড়ি,
তোমার আকাশে সোনালি রোদের ঝিকিমিকি।
তোমার পলি মাটিতে শুদ্ধ এই ধরিত্রী,
তোমার কাশফুলেই এতো শুভ্র-নিশ্চুপ,এ দিন-রাত্রি।
তোমার তরে বেঁচে আছে,জানোকি,কতো ক্ষুদে প্রানী?
তুমি সবুজায়নের তান,
তুমি তৃষ্ণার জল,তুমি হৃদয়ের মণি।
তোমার কলকলে দেখো,হৃদয় পূর্ণ যখন-তখনি।
একটু দেখেই ভালবেসে ফেলেছি,শুধুই এমনি-এমনি
ওগো,আমি মিছে-মিছি তোমার স্বামী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।