পরিচয়ের সীমানা
- রবিউল ইসলাম রাতুল

কে আছে, কে ছিল
মনের খামে যত্ন করে রেখেছি লিখে তাদের নাম?
আপন কয়ে ডাক দিল
তবুও স্বর্গে দেখে,যাচাই করে, দিবে তবে প্রণাম।

কি করছি, কি ভাবছি
এ দুনিয়ায় কে নেয় একটু আধটু ফুরসতে খোঁজ?
চুপের খাতায় নাম লেখেছি
আত্মের পরিচিতি নদীর স্রোতে ভেসে গেছে রোজ।

কত দিয়েছি,কত নিয়েছি
উপলক্ষ সবার নজরে থেকে কর্মের প্রহরে খাটুনি?
একটু উপেক্ষা করে দেখছি
খারাপের সারিতে তৎক্ষনাৎ ধাক্কা দিতে কেউ ভোলেনি।

কতটুকু পথ,কতটুকু বল
যার দরুনে কয়েক ক্রোশের পথ গুটিগুটি জমাবো পারি?
সু এর তরে যে দেখবে আমার ফল
তাকে মনের গহীনে রেখে তুলে দিব ভালোবাসার তরবারি।

কীভাবে দেখে,কীভাবে শুনে
আমি জানবো কে রয়েছে আমার সাথে,আমার অপরে?
আমি উভ'দের রাখবো মনে
কেউ ভালোবাসা পাবে,আর কেউ উৎসাহের খাতিরে।

© Robiul Islam Ratul


০৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।