অস্পৃশ্য থেকেই যাচ্ছে ভালবাসা.....
- কাজী ফাতেমা ছবি

চারপাশে বিরাজ করছে আমার
অথচ ধরতে না পারার মতোই,
কি আছে লুকানো! হেথায় সেথায়!
কখনো ঘরটি গুমট হাওয়া ভরে যায়
কখনো হাওয়ার ঝটকা এসে
শীতল করে দেয় মনের ঘর;
কখনো বিপর্যস্ত, কখনো খন্ডিত, অস্বচ্ছ,
অনৈর্সগিক সময়ের মুখোমুখি হতেই হয়।

কিছু সময় শুকনো পাতার মর্মর হয়ে কানে বাজে…
সবুজ পাতা কমলা হয়ে ঝরতে থাকে অবিরত
যেন জীবন জুড়ে ঝড় তুলে নৈ:শব্দ ক্রন্দনের,
ক্রন্দন সুরের অনুরণন তুলে ক্রন্দসী।

কিছু সময় কঠিন পাথরে মোড়া থেকে যায়,
পাথর সময় আঁকড়ে ধরে বিষন্নতার আদরে
নিজেকে ছাড়িয়ে নেয়া বা
চূর্ণ করা হয়ে উঠে দু:সাধ্য।

কিছু সময় মরা গাঙ্গের মতই,
হারিয়ে যায় অকালে,
তবুও সেখানে থেকে যায় গাঙ্গের রেখ
কড়কড়ে বালির পর বালি
আর সে সময়টা দাঁড়িয়ে থাকে একা
এক বুক তৃষ্ণা নিয়ে।

কিছু সময় থাকে না হাওয়ায় অক্সিজেন..
কার্বনডাই অক্সাইড নিতে না পারার যন্ত্রণা;
ক্ষীন হতে হতে কঠিন প্রহরে
জীবন পেয়ে যায় কিছু অক্সিজেন প্রহর।

কিছু সময় থাকে কুয়াশার চাদরে আবৃত,
দুচোখে ধোঁয়ায় আচ্ছন্ন, আগানোর রাস্তা আবদ্ধ…
মনের কাঁচে হাতড়িয়ে হালকা পরশে
পরিষ্কার করে নিয়ে চোখ খুলে দেখি
চারদিকের রাস্তা বন্ধ!

অভিব্যক্তিহীন আমি সারাক্ষণ কি খুঁজে মরি!
যা কিনা আমার চারপাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়…
ভালবাসা! কেনো তুমি শুধু আমার জন্যই অস্পৃশ্য!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।