সু-শিক্ষা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সু-শিক্ষা
কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৫-২০২৫ ইং
-----------------------------------------
হে মানব, সু-শিক্ষা সময় জয়ী অমর তরবারী,
অজ্ঞতা দিনে দিনে গ্লাণী আনে, হয়ে ওঠে ভারী।
মূর্খতার এ ভার জাতিরে দিয়ে যায় হারি,
এই নির্বোধ বহর , সমরে নতশির যায় মরি।
হে মানব, সু-শিক্ষার কাছে অসূর সদা হার মানে শেষে,
ওগো,জ্ঞানীরা বিজয় কেতন উড়ায় বিশ্ব মঞ্জিলে হরষে!
সু-শিক্ষাই তাহা পারে, কভূ ফেলেনা চোখের জল,
অহংকারী নির্বোধ বুঝে না পথে পথে আঁধার বিপুল!
অযোগ্য তবু ভাবে যোগ্য - এই রক্ত –রথের চূড়ে,
পরাজিত! নীলিমার আঁচলে ঘেরা তবু চায় উড়ে ।
এ এক নিস্ফল যাত্রা! তবু আপনারে জাহিরে দল বল,
বাঘের ডাক তুলে গাদার হুঙ্কারে- এই ধরনীর তল!
সু-শিক্ষার অভাবে ইতর প্রাণীরা ঘেউ ঘেই ডাকে,
ওরে, ছদ্মবেশীরা মানব রূপে অসূরের ছবি এঁকে!
হে মানব, সু-শিক্ষা সময় জয়ী অমর তরবারী,
অজ্ঞতা দিনে দিনে গ্লাণী আনে, হয়ে ওঠে ভারী।
----------------------------------------------
০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।