মানুষই গ্রাসিয়াছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মানুষই গ্রাসিয়াছে
কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৯-০৫-২০২৫ ইং
-----------------------------------------
জগতের সৃষ্টি কত সুন্দর, কত সে দৃষ্টি নন্দন!
মানুষই সজ্জিত করিয়াছে তারে প্রেয়সীর মতন!

তবু শিয়রে বসে মানুষই কাঁদে মানুষই হাসে-
মানুষই খোঁজে স্বর্গিয় সুখ এই পৃথিবীর বসবাসে।
দম্ভ অহংকারে ভাঙ্গে গড়ে, ভাঙ্গে কত উৎসুক!
ওগো,তবু নাহি খোঁজে পায় অমৃতের সুধা-সুখ।

অন্তরে অন্তরে হিংসা বিদ্বেষে মানুষেরা হয় রাঙা স্মান,
দিকে দিকে দাঙ্গা হাঙ্গামায় জ্বলিছে পুড়িছে সিক্ত প্রাণ।
তবু যেন নিশ্চুপ পৃথিবী! শুধু যেন জাহেলী যুগেরা কহে,
শুভ্র পূর্ণি নিভে গেছে!মানুষ যেন আর মানুষের নহে!

মানুষের অন্তরে মানবতার যাহা ছিল সম্বল,
মানুষই গ্রাসিয়াছে তারে দিবা-নিশীথ দল বল।
সু-স্নিগ্ধ মাটি, সুধাসম জল, মানবতার গান,
সকলের তরে সম অধিকার, এই তাঁর শ্লোগান।
-------------------------------------------


০৯-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।