আমার ফাঁসি চাই
- আবু নাছের জুয়েল
আমি ভীরু নই,আমি অন্ধ
আমি সাহসী নই,আমি কাপুরুষ
আমি চরম অন্যায় কথাগুলো নিরবে সই,
বারে বারে বলতে গিয়েও বাকরুদ্ধ হই৷
আমি অপরাধী নই,অপরাধ এর সাথী হই,
তাই নিজেই নিজের ফাঁসি লই৷
আমি পথের ভীড়ে,মানুষের লাশ পাই,
হঠাৎ করেই ধর্মহীনতায় চলে যাই,
আমি বারে বারে রক্তের ঋন ভুলে যাই,
তাই আমি আমার ফাঁসি চাই৷
আমি ছাএ পাইবা না পাই,ছাএরাজনীতি চাই
আমি অবৈধ গুলির বুলেটে,
নিরঅপরাধের মৃত্যু দেখতে পাই৷
তাই নিজেই,নিজের ফাঁসি চাই৷
আমি কিছু চাইনা,দুর্নীতি চাই
আমি মানুষ চাই না ,ক্ষমতা চাই
আমি বাজার নিয়ন্ত্রন চাইনা,সিন্ডিকেট চাই
আমি অন্যায় দেখেও নিরবে সয়ে যাই,
তাই আমি আমার ফাঁসি চাই৷
আমি কোন পরিবারে হাঁসি চাই না,
শুধু কান্না চাই৷
আইনে সদ্য ব্যাবহার চাই না,
বেআইনি কাজ চাই৷
আমি যত বেশি পাই,তত বেশি চাই
তাই সত্যিই আমি আমার ফাঁসি চাই৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।