অবনতমুখী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অবনতমুখী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
আজ ঐতিহ্যের পুস্পিত লতা অবনতমুখী,
প্রতিহিংসার রৌদ্রতাপে পুড়িছে সে পাখী,
সংস্কৃতির শাখে শাখে অমঙ্গল ধীরে ধীরে
মঙ্গলকে গ্রাসিয়াছে অসুর রূপে বঙ্গ বহরে!
রৌদ্রের আকাশে ঘন কালো মেঘ, নিরালা দুপুর,
পল্লীর পথে পথে অশ্রু ঝরিছে ব্যাদনার সুর।
ভিন সুর বাজিয়া উঠিছে আজ ক্ষণে ক্ষণে,
এ কোন গীতিকার? কোন ব্যথা তার মনে!
সে হারায়েছে কি? সে চায় কি স্বাধীন আকাশে,
মঙ্গলকে চায় সে করিতে দূর ,এ কোন হরষে?
হে বাঙালি! কোন মোহে তুমি হারালে আপনারে,
আনন্দের ভিতরে নিরান্দ আসিছে বৈশাখী ঝড়ে!
অমঙ্গল ভাঙ্গিছে নীড়, চলিছে নিরুদ্দেশে ভাসি,
তবু বাঙালি নিঝুম বনের তটে বিমনা উদাসী।
চৌদিকে অমঙ্গলের গান বাজে বঙ্গ তটিনীর তীরে,
আদি শত্রুরা আবার জাগিছে, আবার আসিছে ফিরে।
--------------------------------------
১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।