উঁই পোকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উঁই পোকা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
উঁই পোকা প্রশান্ত মনে খেলা করে অনলের গাছ!
ওরা জানে না আগুনের লেলিহান শিখার কি আঁচ।
জাতি এখনো স্বরন করে সেই রক্তক্ষয়ী যুদ্ধের বেলাকে,
ওরে ডাক আসলেই হাতিয়ার গর্জে উঠবে লোকে লোকে।
ওইসব উঁই পোকাগুলো স্থবির হয়ে যাবে প্রচন্ড বাতাস,
পশ্চাতে পালাবে পরাজিত সৈনিকের মত যত অভিলাস।
এখন যদিও দিকে দিকে উঁই পোকাদের অনুপম বিন্যাস,
কিন্তু ওরা বুঝেনা এ মৃত্যুর ফাঁদ! এ ওদের সর্বনাশ!
অচিরেই যাত্রা থমকে যাবে এই স্বাধীন আকাশের বুকে
উড়ন্ত ডানাগুলো খসে যাবে আনন্দ উল্লাসের সুখে!
উঁই পোকারা যতই আলিঙ্গন করুক ছদ্মবেশীর আদলে!
আগুনেরা ঐক্যবদ্ধ! অসুরগুলো পুড়াবে দাউ দাউ জ্বলে।
ওরে,রক্ত গঙ্গা আর লাল-সবুজের তরে-
ওদের পরাজয় নিশ্চিত বৈশাখী ঝড়ের পরে।
-----------------------------------------------
১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।