এক অদ্ভুত অশনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এক অদ্ভুত অশনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
এক অদ্ভুত অশনি এসেছে এ পৃথিবীতে আজ,
আনন্দের ভিতরে নিরান্দের বিপুল কারুকাজ!

শিল্পী এখানে নিশ্চুপ! কবির কবিতা ছন্দহীন,
দিকে দিকে মঙ্গলে অমঙ্গল প্রেম সংগীতে বাধাহীন।
যারা বেশী কানা- অন্ধ- আজ বেশী দেখে তারা,
বিদ্রোহীর ভিতরে দেশপ্রেম জাগিছে পাড়া পাড়া।

প্রাণহীন হৃদয়ে প্রেমের সংলাপ শুনি ছলনার ছলে,
তবু অজ্ঞরা বুঝে না ,ওরা সব গীটকাটে তলে তলে।
সম্প্রতি নেই, সাম্যের আলোড়ন নেই প্রাণে প্রাণে,
তবু আপন ভাবি তারে রক্ত ঝরা বিজয় কেতনে !!

এর চেয়ে নির্বোধ কান্ড কি আছে ? চেতনা অচল,
যুদ্ধে পাওয়া মুক্তির সাধনা তবে কি নিষ্ফল?
এক অদ্ভুত অশনি এসেছে এ পৃথিবীতে আজ,
ঘাতক শকুন শেয়ালরা খামছে ধরছে মুক্তির তাজ!
----------------------------------------------


১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।