জাগ হে জাগ হে ভাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
জাগ হে জাগ হে ভাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৫-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
জাগ হে জাগ হে ভাই ক্ষণিকের পথচারি,
কোথায় ছুটেছো হে বিপ্লবের স্রোত-বারি?
থমকে দাও গতিপথ- জাগাও হে তরবারি,
তুমি শিকড় হতে শিখরে যুদ্ধ জয়ী কান্ডারী।
কে আছে রুখে তোমায় গিরি- পর্বতে সত্যের কোলে?
বুক উঁচিয়া মুমিন চলে শহীদের ডাকে দল বলে।
জাগ হে জাগ হে ভাই মুমিন- মুসলমান
কল্লা ধরেছে আজ ইহুদী নাছেরা খ্রিষ্টান।
সেই পথ ধরি রক্ত ঝরিছে গাঁজা ফিলিস্তিন,
এক হও গর্জে উঠো,তুল হে বিজয় কেতন।
জাগ হে জাগ হে ভাই বিশ্বের তৌহিদী প্রাণ,
শত্রুর বুকে আঘাত হানো দুরন্ত দুর্বার-বজ্রবান
ওহে,বিজয় তোমার ঈমানী বল- এই ধরা তল,
বেঈমান, ইহুদী নাছেরা না বল,ওরে না বল।
---------------------------------------
১৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।