এ যে অপমান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ যে অপমান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
ওরে, লক্ষ্য যাদের উৎপাীড়ন আর অত্যাচার,
চেতনার বুকে হেনেছে পদাঘাত দিন-রাত বঙ্গ তর।
আঠারো কোটি জনতার অপমানে যারা সোচ্চার,
তারাই গণতন্ত্রের শৃঙ্খল ভেঙ্গেছে স্বাধীন মাতৃকার।
ওরাই আজ ক্ষমতার স্বপ্ন সারথী তোমার!
তুমি বুঝ না ,এ যে অত্যাচার! এ যে অত্যাচার!
চোর- ডাকাত- দস্যু- সিন্ডিকেট ছিঃ ছিঃ নাই তার লাজ!
কাদেরকে তুমি আগলে রেখেছো এই বক্ষোমাঝ?
এ যে অপমান! স্বাধীনতার বড় অপমান ভাই,
ছিঃ ছিঃ বড় নির্জীব তুমি! বড় চেতনাহীন দেখতে পাই।
আর কতকাল? আরো কত দিন? ভীরুতায় হবে দাস!
রক্তে পাওয়া বাংলাদেশ হবে কি সর্বনাশ! সর্বনাশ!
না, না, খুলো এবার সাহসী বক্ষের দ্বার!
লাল-সবুজের চেতনায় গর্জে উঠো আরেকবার, আরেকবার।
হে মুক্তিযুদ্ধের রক্ত! তুমি স্বাধীনতার উৎসব-দীপ!
কে আছে তোমায় নিভায়? কার আছে হিম্মৎ- প্রতাপ?
বিদ্রোহী দোসরের এ ঘৃণ্য চিহ্ন মুছে দাও-
তুমি বলো, তুমি উ্ন্নত মমশির- বাংলা শহর -গঞ্জ- গাঁও।
----------------------------------------------
১৬-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।