স্বাধীনতা বলে নাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বাধীনতা বলে নাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
স্বাধীনতা বলে নাই তোমাদের হও নত শির,
বলে নাই অপমান সয়ে যেতে হবে -হে বঙ্গ বীর!

মরি লাজে , লাজে মরি হে মুক্তিযুদ্ধের উত্তরসূরী,
ওরে, আজ দেখি দিকে দিকে ওই বিদ্রোহী তরবারি!
অপমান, সে যে তোর অপমান,
জাগো জাগো ওরে জাগো চেতনার সন্তান।

ভেঙ্গে ফেলো ওইসব দুষ্ট হাত, বিদ্রোহী গর্দান
যারা কেড়ে নিতে চায় সংস্কৃতি, সাম্য, ঐক্য, বিজয় কেতন।
ওরে আর নয়,ওরে আর নয়
কোন ডর ভয় সংশয়!

মুসলিম -হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান –কালো- ধবল ভিতর রাঙা সম,
আল-কোরআন-বাইবেল-গীতা জাতির নিশানে নাই ভেদ মম।
তবে কেন আঁধারে - এ উজ্জ্বল মুখ লুকাও?
ওরে গর্জে উঠো, জাতি গঠনে ঐক্যের ডাক দাও।

কে স্বৈরাচার, ফ্যাসিষ্ট, দেশদ্রোহী চিনে নাও
আঘাত হানো দুর্বার, গণতন্ত্রের পতাকা উড়াও।
কাপুরুষ হীন সন্তানের মুখ আর চাই না দেখি,
আমি বাঙালি, আমি বাংলাদেশী, আমি ডর ভয়হীন পাখি!!

উঁচু শির বীর আসে জয়ী হয় রাজ-রাজ সেজে,
নত শির কাপুরুষ হারে,ওরে হারে দিবা-সাঁঝে।
স্বাধীনতা বলে নাই তোমাদের হও নত শির,
বলে নাই অপমান সয়ে যেতে হবে -হে বঙ্গ বীর!

--------------------------------------------


১৬-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।